রহমত নিউজ 11 November, 2024 09:20 PM
উপদেষ্টা প্যানেলে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সরকারের উপদেষ্টা প্যানেলে আমরা দেখছি আওয়ামী সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছেন। যা কোনোভাবেই কাম্য করে না ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্রজনতা।
সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অংশীজনদের সাথে আলাপ করে নেয়া। সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেয়া উচিত হবে না, যাতে করে দেশের মানুষ সরকারের বিপক্ষে রাস্তায় নামে। ভাবতে এই সরকার গণ-অভ্যুত্থানের। কাজেই কোনো কাজ করতে হিসাব কসতে হবে বহুবার। ব্যতিরেকে হলে ফের ছাত্রজনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী শহীদ পরিবারদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তাদের বলব আপনারা এটা করবেন না, এই শহীদেরা দেশের সবার, তারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না।’
বিবৃতিতে তিনি বলেন, দেশের গণমাধ্যম এখনো স্বাধীন না, একটা গোষ্ঠী আড়াল থেকে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, দেশে যা ঘটে তাই তুলে ধরতে হবে।