| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের আগ্রাসন প্রতিরক্ষায় একজোট সৌদি-ইরান


ইসরাইলের আগ্রাসন প্রতিরক্ষায় একজোট সৌদি-ইরান


আন্তর্জাতিক ডেস্ক     11 November, 2024     01:08 PM    


ফিলিস্তিনে অব্যহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এমতাবস্থায় সৌদি আরব ও ইরানের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা প্রক্রিয়া আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

ইরানের সেনাপ্রধান জেনারেল বাঘেরির সাথে সৌদির জেনারেল চিফ অব স্টাফ আল-রুয়াইলির বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা কূটনীতি ও সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরানের রাজধানী তেহরানে সৌদির কোন শীর্ষ সেনা কর্মকর্তার বিরল সফর এটি।

এসময় জেনারেল বাঘেরি জানিয়েছেন, আগামী বছর নৌ বাহিনীর যৌথ মহড়ায় থাকবে সৌদি। 

জানা যায়, ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সাত বছরের টানাপোড়েন মিটমাট করে সম্পর্ক পুনঃস্থাপন করে তেহরান ও রিয়াদ। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনালাপও করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তার এই বৈঠককে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।