মূল পাতা মুসলিম বিশ্ব ইরাকে নারীদের বিয়ের বয়স কমিয়ে ৯ বছর করার প্রস্তাব
মুসলিম বিশ্ব ডেস্ক 11 November, 2024 02:28 PM
ইরাকে নারীদের বিয়ের বৈধ বয়স ১৮ থেকে কমিয়ে ৯ বছর করার প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। এই প্রস্তাবনা আইনে পরিণত হলে বয়স্ক ব্যক্তিরা ৯ বছরের মেয়েকে যেমন বিয়ে করতে পারবেন। সেই সাথে সন্তান নিজের হেফাজতে রাখা এবং স্বামীকে তালাক প্রদানের আর ক্ষমতা থাকবে না স্ত্রীদের।
তবে দেশটির বিরোধী দল এ প্রস্তাবনার বিরোধিতা করেছে বলে খবরে জানা গেছে।
সোমবার (১১ নভেম্বর) ব্রিটেনের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, “১৯৫৯ সনদ” নামে পরিচিত “আইন ১৮৮” সংশোধন করতে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। এই আইন অনুসারে নারীর বিয়ের বয়স ১৮।
নতুন প্রস্তাবনা সংশোধিত আকারে আইনে পরিণত হলে বাবার অনুমতিক্রমে ৯ বছরের মেয়েকে বিয়ে করতে পারবেন পুরুষরা। এই সনদ বা আইন সংশোধনের ব্যাখ্যায় বলা হয়েছে, ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী এবং অনৈতিক সম্পর্ক থেকে নারীকে রক্ষায় সংসদে এ সংশোধন প্রস্তাবনা সংসদে আনা হয়েছে।