রহমত নিউজ 10 November, 2024 06:32 PM
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতীফয়জুল করীম।
তিনি বলেন, এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত তাঁর সঙ্গে ন্যক্কারজনক ও উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচারবিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল।
রোববার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে পাথর ব্যবসায়ি মালিক সমিতির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর বলেন, এ ঘটনার পরিকল্পিত। এঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দ্রুত মামলা করে কঠোর শাস্তির আওয়াত আনতে হবে। এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা নেই। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে, এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
বুনিয়ান আবাসনের চেয়ারম্যান মাওলানা রশীদ আহমদ ফেরদৌস, মুফতী ইমাম উদ্দীন, সিলেট বিভাগীয় পাথর ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায় শওকত আলী বাবুল, কোম্পানিগঞ্জ শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ, কোম্পানিগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিমুল ইসলাম আঙ্গুর, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, পাথর ব্যবসায়ী মেহেদী হাসান, আবীর মাহমুদ পাথর মহলের সত্ত্বাধিকারী মুফতী ইমাম উদ্দীন।