রহমত নিউজ 08 November, 2024 07:53 PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের উল্লেখযোগ্য মানুষ শ্রমজীবি। বৈষম্যবিরোধী আন্দোলনে অর্জিত বাংলাদেশে শ্রমিকদের উপর এখনও বৈষম্য রয়ে গেছে। এই বৈষম্য দূর করার একমাত্র উপায় ইসলামী শ্রমনীতি।
তিনি বলেন, মালিক শ্রমিক সম্পর্ক হতে হবে ভাই ভাই। তাদের সম্পর্ক ভাই ভাই হলে কোনো বৈষম্য থাকবে না। এদেশে কোনো নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ার করেন।
শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুমা দৈনিক বাংলা রোডে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি সারাদেশে শ্রমিকদের জন্য সরকারী সুযোগ তৈরির দাবি জানান এবং ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে শ্রমিকদের জন্য সঠিক অধিকার প্রতিষ্ঠা হবে বলে তিনি ঘোষণা করেন।
মুফতী রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দলের লেজুরভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব শক্তিতে ক্ষমতায় যেতে চায়। বৈষম্যবিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান রাখার বিষয়টি উল্লখ করে তিনি বলেন, ক্ষমতায় আসুক না আসুক ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তাদের সকল অঙ্গ সংগঠন দেশের যে কোনো সংকট সমস্যায় সবার আগে রাজপথে থাকবে।
সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। সমাবেশে আরো বলা হয়- ছাত্র-শ্রমিক-জনতার রক্তে রঞ্জিত কোনো সরকারকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম। সংগঠনের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মোস্তফা কামাল ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী এইচ এম রফিকুল ইসলাম, মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা, আলহাজ্ব আঃ মোছাব্বির রুনু, মাওলানা নূরে আলম ছিদ্দিকী, মাওলানা শাহ মো: জামাল উদ্দিন, আলহাজ্ব মো: কামাল উদ্দিন আহম্মেদ, মাওলানা মো: গোলাম কিবরিয়া, প্রচার ও দা‘ওয়াহ সম্পাদক মো: হাসিবুর রহমান হাসিব, মো: তারিকুল ইসলাম, এইচ এম সাইফুল ইসলাম, মো: হায়দার আলী, কে এম বেলাল হোসেন, অধ্যপক মো: আব্দুল করিম, মুফতী মুহিব্বুল্লাহ কাজেমী, এডভোকেট মো.হানিফ মিয়া , মো: সাইফুল ইসলাম, আলহাজ্ব মো: শাহীন আহাম্মেদ, মো: শাহজাহান ভূইয়া, আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, মো: হারুনুর রশিদ, আলহাজ্ব মো: নজরুল ইসলাম, মো: শহীদুল ইসলাম, মো: আইয়ুব আলী চৌধুরী, হাজী আব্দুর রহমান দুলাল, মো: আনিসুর রহমান, আলহাজ্ব মো: শামীম খান, মো: মিজানুর রহমান, মো: কামাল হোসেন, আলহাজ্ব মো: মহিউদ্দিন, মাওলানা মো: হাসান ইমাম মুন্সি, সদস্য হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া, আলহাজ্ব এস এম ফজলুল হকসহ সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।