| |
               

মূল পাতা সারাদেশ জেলা শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড


শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড


মফস্বল ডেস্ক     19 October, 2024     02:35 PM    


শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় জেলেদের কাছে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের প্রত্যেককে পনের দিনের করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আর জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের জন্য নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পনের দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে দুটি নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা শরীয়তপুর ভেদরগঞ্জ