| |
               

মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত


রাশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্পের আঘাত


আন্তর্জাতিক ডেস্ক     18 August, 2024     09:21 AM    


রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) সকালে আঘাত হানে ভূমিকম্পটি। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে।

ভূমিকম্পের পর উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে সেগুলোর মাত্রা ছিল কম।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন।