| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসলামিক মূল্যবোধ লঙ্ঘন; ২ টিভি চ্যানেল বন্ধ করল আফগানিস্তান


ইসলামিক মূল্যবোধ লঙ্ঘন; ২ টিভি চ্যানেল বন্ধ করল আফগানিস্তান


মুসলিম বিশ্ব ডেস্ক     18 April, 2024     07:36 PM    


ইসলামিক ও জাতীয় মূল্যবোধ লঙ্ঘনের দায়ে দুটি আফগান টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে আফগান সরকার। তালেবান সরকারের একজন মুখপাত্র বৃহস্পতিবার এ কথা বলেছেন বলে ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে।

তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান বলেছেন, ‘সাংবাদ নীতিমালা’ মেনে চলতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (১৬ এপ্রিল) ‘বড়িয়া’ ও ‘নূর’ টিভি নামের দুটি চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘তাদের চ্যানেলে এমন অনুষ্ঠান  প্রচার হচ্ছিলো, যা জনসাধারণের মাঝে বিভ্রান্তি তৈরি করছে। গণমাধ্যম লঙ্ঘন কমিশন তাদের কার্যক্রম বন্ধ করেছে। ’

মুখপাত্র জানিয়েছেন,  তারা ইসলামী শাসনের বিরুদ্ধে কঠোর দৃষ্টিভঙ্গি প্রয়োগ করছে। ‘এমনকি তাদের (চ্যানেল) মালিকরা তালেবান সরকারের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে’। তাদের মালিকদের জিজ্ঞাসাবাদ করা হবে। ‘যতক্ষণ না তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না মিলবে ততক্ষণ পর্যন্ত তাদের চ্যানেলের কার্যক্রম বন্ধ থাকবে।