| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল পাতানো নির্বাচন করে সরকারের শেষ রক্ষা হবে না: জমিয়ত


পাতানো নির্বাচন করে সরকারের শেষ রক্ষা হবে না: জমিয়ত


রহমত নিউজ     06 December, 2023     07:39 PM    


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখার মানসিকতা দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এই মানসিকতা মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথেও সাংঘর্ষিক। জনগণের ভোটাধিকার হরণ করে পাতানো নির্বাচন করে সরকারের শেষ রক্ষা হবে না। যে নির্বাচনে ভোটার তার পছন্দকে বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত সে নির্বাচন নিয়ে জনগণের কোন আগ্রহও নেই। জমিয়ত নেতৃবৃন্দ নৈতিকতা ও ধর্মীয় বোধ-বিশ্বাসবিরোধী বর্তমান শিক্ষা কারিকুলামে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তা বাতিল করারও জোর দাবী জানান।

আজ (৬ ডিসেম্বর) মিরপুরে দলের খাস কমিটির এক বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।