রহমত নিউজ 26 November, 2023 04:20 PM
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার রায়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘদিনের মামলা যেগুলো পড়ে ছিল, নির্বাচন সন্নিকটে আসার পরই সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার ও সাজা দেওয়া হচ্ছে, তাতে গেজেট করে স্কুল-কলেজকে কারাগার বানাতে হবে।
রোববার (২৬ নভেম্বর) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, সরকার হয়তো ভাবছে সাজা দিলেই আন্দোলন থেমে যাবে। কিন্তু কতজনকে আটকাবেন তারা। ৩০০-৪০০-৫০০। কোটি কোটি মানুষকে সাজা দেওয়ার বিধান তো নেই। সাজা দিয়ে কোথায় রাখবে। কারাগারে জায়গা ছিল ৪৩ হাজার। সেখানে এখন বন্দিসংখ্যা লাখ ছাড়িয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে করা প্রশ্নে বিএনপির এই যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না। এটা তাদের ভোট চুরির নীলনকশা ছাড়া কিছুই না। জনগণ তাদের প্রত্যাখ্যান করছে।