রহমত নিউজ ডেস্ক 21 November, 2023 01:19 PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ প্রতিনিধি দল।
মঙ্গলবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের ৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ উপস্থিত ছিলেন।
পরে বৈঠক প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনে জুডিশিয়ারি কী কী কাজ করে, কী কী সমস্যা হয়, আইনের কীভাবে প্রয়োগ হয়, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোন আইনে আসেন— এসব তথ্য জানতে চেয়েছিলেন। আমরা তাদের এসব বিষয়ে বলেছি।
কমনওয়েলথের প্রতিনিধি দল আগামী ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। সফরকালে তারা পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন।