| |
               

মূল পাতা সারাদেশ মহানগর বুধবার আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী মাহফিল শুরু


বুধবার আল-আমিন সংস্থার ৩ দিনব্যাপী মাহফিল শুরু


জামিল আহমদ     31 October, 2023     10:12 AM    


বৃহত্তর চট্টগ্রামের দ্বীনি ও সেবামুলক সংগঠনআল-আমিন সংস্থার তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল (১ নভম্বের) বুধবার বেল ২টায় শুরু হয়ে (৩ নভম্বের) শুক্রবার রাতে শেষ হবে। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

সংস্থার নেতৃবৃন্দ জানান,  চলমান অবরোধের কারণে মাহফিলের আয়োজনে কোনো জটিলাতা নেই, মাহফিলের আমন্ত্রিত অতিথিদের আসা ও যাওয়ার টিকেট কনফার্ম করা হয়েছে এবং সকল মেহমানদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। মাহফিল বাস্তবায়নে  সকলের সহযোগিতা কামনা করেন তারা।

প্রধান অতিথি হিসেবে থাকবেন, আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া মাদানিয়া শেখবাড়ীর মুহতামিম ও শায়খুল হাদিস এবং বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুহতামিম মুফতি খলিল আহমদ কাসেমী।

প্রধান মুফাসসির হিসেবে থাকবেন, জামিয়া নূরে মদিনা শায়েস্তাগঞ্জের মুহতামিম মুনাযিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ঢাকা মিরপুরের জামিয়া কাসিমিয়ার মুহতামিম মাওলানা জুনাইদ আল-হাবিব, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্ঠতা ও পরিচালক মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

প্রধান আলোচক হিসেবে থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ড. আ.ফ.ম খালিদ হোসেন, মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী কুমিল্লা, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি ঢাকা, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা।

তাফসির পেশ করবেন মাওলানা আশরাফ আলী নিজামপুরী হাটহাজারী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী ঢাকা, মাওলানা ইসমাঈল খান,মেখল, ড. নুরুল আবছার আযহারী হাটহাজারী, মুফতি রাফি বিন মুনির ঢাকা, মাওলানা আব্দুল মান্নান ওসমানী খুলনা, মাওলানা গাজী ইয়াকুব ঢাকা, মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী ঢাকা, মাওলানা আনিসুর রহমান আশরাফী কুমিল্লা, মুফতি ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ দোহাজারী।

উদ্বোধক হিসেবে থাকবেন, হাটহাজারী জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, আল-আমিন সংস্থার উপদেষ্টা মাওলানা ওমর কাসেমী, মাওলানা ক্বারী মঈনউদ্দীন। ঢাকা সভাপতিত্ব করবেন আল-আমিন সংস্থার সভাপতি ও ফতেপুর মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী।তিলাওয়াত করবেন মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, হাটহাজারী জামিয়ার শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ, নায়বে মুহতামিম মাওলানা শোয়াইব জমিরী, জামিয়া ওবাইদিয়া নানুপুরের মুহতামিম মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আরশাদ রহমানী, আলজামিয়া আলইসলামিয়া পটিয়া মুহতামিম মাওলানা উবাইদুল্লাহ হামযাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, হাটহাজারী জামিয়ার নায়বে মুহতামিম মুফতি জসিম উদ্দীন, ফিরোজশাহ কলোনী মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম, দারুল উলুম ইসলামিয়া রাঙ্গুনিয়ার মুহতামিম হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, নাজিরহাট বড় মাদরাাসার মজলিসে এদারীর সদস্য মুফতি হাবিবুর রহমান, মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার মহতামিম মাওলানা ওসমান ফয়জী, হাটহাজারী আল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মীর মোহাম্মদ কাসেম, জামিয়া মোজাহেরুল উলুমের মুহতামিম মাওলানা লোকমান হাকীম, রাউজান এমদাদুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ সোলায়মান, আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল বিন জমির উদ্দীন, বাথুয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ শফি, রাউজান ইউনুছিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শিহাবুদ্দীন, সায়্যিদুশ শুহাদা মাদরাসার মুহতামিম মাওলানা হাজী ইউসুফ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শামসুদ্দৌহা চৌধুরী, চারিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ওসমান সাঈদী, জামিয়া রশিদিয়ার মুহতামিম মুফতি আব্দুল আজিজ, জামিয়া দারুফ্ফাহর মুহতামিম মুফতি সিরাজুল্লাহ মাদানী।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম