রহমত নিউজ 22 September, 2023 06:33 PM
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন একটা টিম পাঠিয়েছিল। তারা বলেছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই তারা কোনো টিম পাঠাবে না।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আব্দুল্লাহপুরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে মানবিক কারণে বিদেশে উন্নত হাসপাতালে পাঠানোর দাবি করে আসছে দল ও পরিবার। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা বারবার বলছেন, সঠিক চিকিৎসা না হলে, তাঁর জীবন বিপন্ন হয়ে যাবে।
বিএনপি মহাসচিব বলেন, এতদিন কারাগারে থেকেও বিএনপি চেয়ারপারসন ফ্যাসিস্ট সরকারের জন্য আপস করেননি। এখনো যদি খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হয়, তার যদি কিছু হয়, সম্পূর্ণ দায়িত্ব প্রধানমন্ত্রী আর সরকারকে নিতে হবে।
তিনি বলেন, বর্তমান মন্ত্রিসভার হীরক রাজার দেশের মন্ত্রিসভা। আর কয়মাস পরে আর আমদানি করতে পারবে না, রিজার্ভ চুরির কারণে।
মির্জা ফখরুল বলেন, একদফার দাবিতে আজকের সমাবেশ করছি আমরা। এই সরকারকে আর দেখতে চাই না। আন্দোলনের মধ্যে দিয়েই সরকারকে পরাজিত করতে হবে।