| |
               

মূল পাতা আন্তর্জাতিক চেক জালিয়াতির মামলায় বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা ইসমাইল গ্রেফতার


ছবি : ইলিয়াস সরোয়ার

চেক জালিয়াতির মামলায় বেফাকের সহকারী মহাপরিচালক মাওলানা ইসমাইল গ্রেফতার


জামিল আহমদ     28 August, 2023     01:32 PM    


চেক জালিয়াতির মামলায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাপরিচালক মাওলানা মোঃ ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৮ আগস্ট) সোমবার সকালে রহমত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বেফাক মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

তিনি জানান, ব্যক্তিগত ব্যবসায়িক এক চেক ডিজওনার মামলায় মাওলানা মোঃ ইসমাইল হোসেন গ্রেফতার হয়েছেন বলে জেনেছি। বেফাকের সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই।

মামলার বাদির শশুর বীর মুক্তিযোদ্ধা রজব আলী জানান, প্রায় ১০ বছর আগে মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও আমার জামাত একসাথে গাড়ির ব্যবসা শুরু করেছিলেন। সেখানে আমার জামাতকে পাওয়া টাকার বিপরীতে প্রায় সাড়ে তিন লাখ টাকার চেক দিয়েছিলেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল না। পরবর্তীতে মামলা হয়। আসামীও নিয়মিত হাজিরা দিয়েছেন। এরপর চেক ডিজওনার মামলার রায় দুই বছর আগেই হয়েছে। রায় ছিল পাঁচ লাখ টাকা প্রদান। অনাদায়ে ছয় মাস কারাদণ্ড। চলতি বছরের এপ্রিলে ওয়ারেন্ট জারি হয়। অবশেষে গতকাল তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জেনেছি।