| |
               

মূল পাতা জাতীয় তাহাফফুজে খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সভাপতি হলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


তাহাফফুজে খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সভাপতি হলেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ     27 August, 2023     08:22 PM    


আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতির বদলে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত সভাপতি হয়েছেন আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। শনিবার (২৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁওয়ে কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈঠকে আগামী  ২০২৪ সালের ৩১ জানুয়ারী ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। মহাসম্মেলনে মক্কা মদীনাসহ আন্তর্জাতিক বিশ্বেরবরেণ্য ইসলামিক স্কলারগণকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, তাহাফফুজে খতমে নবুওয়তের সহ সভাপতি মাওলানা শায়েখ সাজিদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সহ সভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাঈদ নূর, যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশেকুল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি জসিম উদ্দিন, মাওলানা রেজওয়ান রফিকী, মাওলানা আবুল কাসেম নোমানী, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী নোমান কাসেমী, মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা ইউনুস ঢালী, মুফতী আল আমিন ফয়েজী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ওমর ফারুক ও  মাওলানা মোরশেদ বিন নূর প্রমুখ।

সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমরা সরকারের নিকট প্রায় তিন যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানিয়ে আসছি। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করছি  এই নির্বাচনে আগেই সরকার আমাদের দাবি মেনে নিবে। অন্যথায় আগামী নির্বাচনে বিজয়ী হয়ে যেই দলই ক্ষমতায় আসতে চাইবে তাদেরকে নিজ দলের নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে ঘোষণা দিতে হবে যে, তারা নির্বাচনে বিজয়ী হলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। এই ওয়াদা যেই দল-ই তাদের নির্বাচনী ইশতেহারে করবেন জাতি তাদেরকে ভোট দিবে।

এর আগে চলতি বছরের ২ জুন (শুক্রবার) আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তিকালে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। গত  ৪ জুন (রোববার ) এক বৈঠকে সর্বসম্মতক্রমে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। 

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বর্তমানে হযরত হাফেজ্জী হুজুর রহঃ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত (সভাপতি) এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর। এছাড়া বাংলাদেশ কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি  আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহ সভাপতি ও হযরত হাফেজ্জী হুজুর রহঃ প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচরের মহা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ১৯৯০ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে জাতীয় সংসদে খতমে নবুয়ত আইন পাস করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা উবায়দুল হক রহঃ। এরপর একে একে সভাপতির দায়িত্ব পালন করেন আল্লামা শাহ আহমাদ শফী রহঃ, মাওলানা নূরুল ইসলাম জিহাদী রহঃ ও মাওলানা  মুহাম্মাদ ইয়াহইয়া রহঃ।