| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘যারা কেয়ারটেকার আবার আনতে চায়, তারা দেশে অপরাজনীতির চেষ্টা করছে’


‘যারা কেয়ারটেকার আবার আনতে চায়, তারা দেশে অপরাজনীতির চেষ্টা করছে’


রহমত নিউজ ডেস্ক     16 July, 2023     07:35 AM    


বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী বলেছেন, ‘কেয়ারটেকার সরকার এই দেশে আর চলবে না। এটা একেবারে অচল হয়ে গেছে। যারা এই কেয়ারটেকার পদ্ধতি আবার আনতে চায়, তারা দেশে অপরাজনীতি করার চেষ্টা করছে। ষড়যন্ত্রকারীরা দেশব্যাপী নাশকতার ছক তৈরি কর, হত্যা, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মিশন বাস্তবায়নে কিছু বলির পাঁঠাকে ব্যবহার করে আসল কুশীলবরা নেপথ্যে থেকে তাদের মিশন বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের উন্নয়ন ও মর্যাদা শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। একটি মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশবাসীকে উত্তেজিত করছে। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করবে না দেশের জনগণ।’ উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৫ জুলাই) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদী জঙ্গী সৃষ্টির’ অভিযোগে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য দেন, দলের মহাসচিব  মুফতি মনিরুজ্জামান রব্বানী, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জুলকার নাঈন ডালিম ও মো. জামান উদ্দিন, যুগ্ম-মহাসচিব আসাদুজ্জামান খান ও মাওলানা আব্দুর রহিম, সাংগঠনিক সচিব মুফতি বোরহান উদ্দিন আল আজিজি, ইসলামী যুব জোট নেতা মো. সাঈদ হোসেন জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসকাবে গিয়ে শেষ হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা