| |
               

মূল পাতা জাতীয় বিপৎসীমার উপরে সুরমা নদীর পানি


বিপৎসীমার উপরে সুরমা নদীর পানি


রহমত নিউজ     03 July, 2023     08:59 AM    


সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে বেড়েছে সুরমা নদীর পানি। প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর  দিয়ে । পানি বাড়ায় সুনামগঞ্জ শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভোগান্তিতে এলাকাবাসী। বৃষ্টি অব্যাহত থাকায় দীর্ঘস্থায়ী বন্যার আতঙ্কে জেলার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার  সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩শ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জাদুকাটা ও সীমান্ত নদীর পানি বেড়ে তলিয়ে গেছে তীরবর্তী নিচু এলাকা।

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা, জাদুকাটাসহ সীমান্ত এলাকার নদ-নদীর পানি। তলিয়ে গেছে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল।

সুনামগঞ্জ শহরের নবীনগর, কাজিরপয়েন্ট, তেঘরিয়া, হাজিপাড়া, বড়পাড়া, মল্লিকপুর এলাকায় পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড, বক্ষব্যাধি হাসপাতালের আঙ্গিনা। এতে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা।

এদিকে, সড়কে পানি ওঠায় দুদিন ধরে বন্ধ সুনামগঞ্জ-তাহিরপুর যান চলাচল। ভোগান্তিতে ২ লাখের বেশি মানুষ। বিশ্বম্ভরপুর ও ধর্মপাশা উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়কও তলিয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারী বর্ষণ ও সীমান্তের ওপারে ভারতের চেরাপুঞ্জিতে টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়েছেন ওই কর্মকর্তারা।