| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বাঙালির ইতিহাস লিখতে গেলে আ.লীগের নাম লিখতে হবে: তথ্যমন্ত্রী


ফাইল ছবি

বাঙালির ইতিহাস লিখতে গেলে আ.লীগের নাম লিখতে হবে: তথ্যমন্ত্রী


রহমত নিউজ     23 June, 2023     05:53 PM    


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালির ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের নাম লিখতে হবে। বাঙালি জাতির সকল অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। যার সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা।

শুক্রবার (২৩ জুন) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৬৬ সালে ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তার মূল লক্ষ্য স্বাধীন বাংলাদেশ অর্জন করেন।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালির ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগের নাম লিখতে হবে।

তিনি বলেন, ১৯৪৯ সালের এদিনে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করার লক্ষ্যে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম আওয়ামী লীগ হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।