| |
               

মূল পাতা জাতীয় মার্কিন ভিসানীতি নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই : সমবায়মন্ত্রী


মার্কিন ভিসানীতি নিয়ে উল্লসিত হওয়ার কিছু নেই : সমবায়মন্ত্রী


রহমত নিউজ     21 June, 2023     09:40 AM    


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি করেছে, সেটা তারা করতে পারে। এটা নিয়ে কারও উল্লসিত হওয়ার কিছু নেই। মার্কিন কংগ্রেসম্যানদের মধ্যে ৫ জনের চিঠি নিয়ে উল্লসিত হওয়া বা মাথাব্যথার কিছু নেই। কোনো সিদ্ধান্ত হতে তো মেজরিটি লাগে, এটা তো এক শতাংশও না।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সমবায়মন্ত্রী বলেন, সেনা শাসকের পকেট থেকে তৈরি দল গণতন্ত্রের মায়াকান্না করে। মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সম্মেলন করেছে, দুইবার সেই সম্মেলন হয়েছে। আমাদের দাওয়াত না দিলেও পাকিস্তানকে দুইবার দাওয়াত দিয়েছে। আমি এটার ব্যাখ্যা দিতে চাই না। আমাদের দূতাবাস ওয়াশিংটনে যত মার্কিন নাগরিক ভিসার জন্য আবেদন করে তাদের সবাইকে তো ভিসা দেওয়া হয় না। আমরা যখন ঢাকায় ভিসার অ্যাপ্লাই করি আমাদের সবাইকে তো ভিসা দেওয়া হয় না। ভিসা তারা দিতে পারে, আবার না দেওয়ার ক্ষমতা তাদের আছে। এটা তো নতুন কোনো ছবকের বিষয় নয়। যুক্তরাষ্ট্র আপডেট করে বলেছে যদি কেউ নির্বাচনে বাধা সৃষ্টি করে, হাঙ্গামা করে- তারা সেসব ব্যক্তির ভিসা আবেদন গ্রহণ করবে না। এটা তো তারা করতে পারে। একটি দেশ তাদের ভিসানীতি ও বিভিন্ন পলিসি আপডেট করতে পারে। এতে আমাদের কারও উল্লসিত হওয়ার কিছু নেই।