| |
               

মূল পাতা আন্তর্জাতিক তাসের ঘরের মতো ভেঙে পড়লো চার লেনের নির্মাণাধীন ঝুলন্ত সেতু


তাসের ঘরের মতো ভেঙে পড়লো চার লেনের নির্মাণাধীন ঝুলন্ত সেতু


আন্তর্জাতিক ডেস্ক     05 June, 2023     12:25 PM    


ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন চার লেনের একটি সেতু তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এক হাজার সাতশ' ১৭ কোটি রুপিতে নির্মাণাধীন সেতুটি স্থানীয় সময় রবিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনও হতাহত হয়নি বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ উদঘাটন করে দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। 

স্থানীয় জেলা প্রশাসক জানান, ভাগলপুরে আগুয়ানি ও সুলতানগঞ্জকে যুক্ত করা তিনশ' ২৮ ফুট উঁচু সেতুর চার ও পাঁচ নম্বর পিলারের মধ্যবর্তী অংশ প্রথমে ধসে পড়ে। রবিবার ছুটির দিনে নির্মাণ কাজ বন্ধ থাকায় হতাহত হননি কেউ। 

গত এক বছরে ভারতে ঝুলন্ত সেতু ধসের দ্বিতীয় ঘটনা এটি। ২০২২ সালের ৩০ নভেম্বর গুজরাটে ঝুলন্ত সেতু ধসে অন্তত ১৩৫ জনের মৃত্যু হয়।