| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী গণপরিবহনে শিশুদের উপযোগী আসন নিশ্চিতসহ ৪ দাবি


গণপরিবহনে শিশুদের উপযোগী আসন নিশ্চিতসহ ৪ দাবি


রহমত নিউজ ডেস্ক     17 May, 2023     07:23 PM    


৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ- ২০২৩ এর প্রতিপাদ্য ‘রিথিংক মবিলাইজেশন’র প্রতি সংহতি প্রকাশের মাধ্যমেপরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিত করাসহ ৪ দাবি জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশন। 

দাবিগুলো হলো- সড়কে মোটরযানের সর্বোচ্চ গতি নির্ধারণ, মানসম্মত হেলমেট নিশ্চিত করা এবং পরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি সড়ক পথচারীবান্ধব করার দাবি জানানো হয়।

বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এক মানবন্ধনে এসব দাবি জানানো হয়। ঢাকা আহসানিয়া মিশনের সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ব্র্যাক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরবান প্রাইমারি সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের প্রতিনিধিরা যুক্ত হয়ে এই সংহতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সড়কে যেসব দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই গতির কারেণ ঘটে থাকে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৫ থেকে ১৯ বছর বয়সের শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা