| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ‘প্রহসনমূলক’ সিটি নির্বাচনে অংশ না নিতে জনগণকে বিএনপির আহ্বান


‘প্রহসনমূলক’ সিটি নির্বাচনে অংশ না নিতে জনগণকে বিএনপির আহ্বান


রহমত নিউজ ডেস্ক     16 May, 2023     09:02 PM    


আগামী সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি আবারো জানিয়েছে বিএনপি। একইসঙ্গে দলটির পক্ষ থেকে ‘প্রহসনমূলক’ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ (১৬ মে) মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। গতকাল সোমবার (১৫ মে) দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেয় খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ (ভারত থেকে), সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল জানান, সোমবার (১৫ মে) রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হয়। সভায় সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে এ সরকারের অধীনে ও বর্তমান নির্বাচন কমিশনারের পরিচালনায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের অংশ না নেওয়ার আহ্বান জানানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

দলটির স্থায়ী কমিটি মনে করে, জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সরকারের অধীনে নির্বাচন কমিশন ঘোষিত সিটি করপোরেশন নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে না। ফলে, সিটি করপোরেশন নির্বাচনও একইভাবে সরকার নিয়ন্ত্রিত হবে। তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না। বিএনপি এ অর্থহীন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী কমিটি প্রহসনমূলক সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।