| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ১১


ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক     30 April, 2023     03:42 PM    


ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানায় গ্যাস লিক করে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ ও ১৩ বছরের দুই কিশোরও রয়েছে। এ ঘটনায় আরও ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩০ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস লিকের খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান উদ্ধারকারীদের একটি দল। তাদের সঙ্গে ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেডের সদস্যরাও যোগ দেন। ওই এলাকাটি এখন ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেয়া হয়েছে।

 লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতী তিওয়ানা বলেন, এটি একটি গ্যাস লিকের ঘটনা। লোকজনকে সরিয়ে নিতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে, তারাই উদ্ধার অভিযান চালাবে।
 
তিনি আরও বলেন, ‘এটি কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনও জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে। ’ ম্যাজিস্ট্রেট স্বতি জানিয়েছেন, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা।