| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল অবিলম্বে ভারতমুখী সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


ফাইল ছবি

অবিলম্বে ভারতমুখী সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী


রহমত নিউজ     28 April, 2023     03:29 PM    


চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর দিয়ে একতরফা ভারতমূখী ট্রানজিট ও করিডোর প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

শুক্রবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, একটি স্বাধীন দেশের সকল সার্থ জলাঞ্জলি দিয়ে অপর দেশকে এ ধরনের একতরফা ট্রানজিট প্রদান সর্বনাশ ছাড়া আরকিছুই নয়। এ চুক্তি প্রমাণ করে এ সরকারের স্বদেশ প্রেম থেকে ভারতপ্রীতি বেশি। অবিলম্বে এ সর্বনাশা ট্রানজিট বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যার পরও সরকারের নীরবতা ও দেশের স্বার্থ বিসর্জন দিয়ে এ ধরনে চুক্তি কোন স্বাধীন দেশের সরকারের কাজ হতে পারেনা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমানা রক্ষায় সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জনগণকে দেশরক্ষায় আবার গর্জে উঠতে হবে।