| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আমাদের বিশ্বাসের একটিই নাম, সেটি হলো ইসলাম: এরদোগান


আমাদের বিশ্বাসের একটিই নাম, সেটি হলো ইসলাম: এরদোগান


মুসলিম বিশ্ব ডেস্ক     25 April, 2023     08:15 PM    


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তার প্রধান নির্বাচনি প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেছেন, তুরস্কে কোনো সুন্নিবাদ, আলেভিবাদ কিংবা শিয়াবাদ নামে কোনো ধর্ম নেই। আমাদের বিশ্বাসের একটিই নাম আছে, আর সেটি হলো ইসলাম।

তিনি আরও বলেন, আমাদের আলেভি ভাই ও বোনদের ইসলাম ও আমাদের জাতি থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে উস্কানিদাতারা যে পরিকল্পনা করছে, তা করতে দেওয়া হবে না।

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপি নেতা কামাল কিলিকদারোগ্লু।

গত বৃহস্পতিবার প্রচারিত তার এক ভিডিও বার্তার সমালোচনা করে এমন কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। অভিযোগ করা হচ্ছে, নির্বাচনের আগে ধর্মীয় সম্প্রদায়কে বিতর্কের বিষয় বানানোর চেষ্টা করছেন বিরোধী জোটের প্রার্থী।

ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাকারিয়া প্রদেশে এক জনসভায় এরদোগান বলেন, কেউ আমাদের আলেভি ভাই ও বোনদের কটাক্ষ করে আমাদের জাতীয় ঐক্য এবং তাদের ভবিষ্যত নস্যাৎ করার চেষ্টা করলে আমরা সেটা করতে দেব না। নির্বাচনি প্রচারাভিযানের পথে সেখানে একটি ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট।