| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ; পাশের হার ৯১.০৮


বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ; পাশের হার ৯১.০৮


রহমত নিউজ ডেস্ক     09 April, 2023     08:30 PM    


বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ২১তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশের হার ৯১.০৮%। এবারের পরীক্ষায় মোট ১৪ হাজার ৬৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ (৯ এপ্রিল) রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাস্থ মাতুয়াইল অফিসে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী মহাপরিচালক মাওলানা নূরুল হুদা ফয়েজীর কাছে ফলাফল হস্তান্তর করেন। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মুফতি সৈয়দ এছহাক মুহা. আবুল খায়ের, যুগ্ম মহাসচিব আল্লামা মুজিবুর রহমান কালিশুরী, উপ মহাপরিচালক (প্রশাসন) মাওলানা মুহাম্মাদ শামসুদ দোহা তালুকদার, মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মুফতি জহিরুল ইসলাম কাসেমী প্রমুখ।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বোর্ডের চেয়ারম্যান ও করীম চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল শুকরিয়া আদায় করে বলেন, একটি সুখী সমৃদ্ধ ও আলোকিত সমাজ বির্নিমানে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। মূলত এ উদ্দেশ্যকে সামনে রেখেই মরহুম পীর সাহেব র. গত শতাব্দীর শেষ দিকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে গেছেন। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে এ বোর্ডের মাধ্যমে হাজার হাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। তারা বোর্ডের সিলেবাস বাস্তবায়ন করছেন, প্রশিক্ষণ গ্রহণ করছেন, নিয়মতান্ত্রিকভাবে হিফজ বিভাগ ও কিতাব বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছেন। মাদরাসাগুলোর তালীম তারবিয়াতের মানোন্নয়নে বোর্ড গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও দেশজুড়ে শিশুদের জন্য কুরআনী মক্তব ও বয়স্কদের জন্য কুরআন ও ফরজিয়াত শিক্ষায় ভূমিকা রাখছে। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, পরীক্ষক ও মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কেন্দ্রীয় পরীক্ষা সুচারুরূপে আঞ্জাম দেয়ায় বোর্ডের সংশ্লিষ্ট দায়িত্বশীল ও কর্মকর্তা-কর্মচারীদের শুকরিয়া জ্ঞাপন করেন। এছাড়াও দেশের সকল সচেতন মাদরাসা কর্তৃপক্ষকে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সাথে সম্পৃক্ত হয়ে সিলেবাস বাস্তবায়ন ও নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।