| |
               

মূল পাতা জাতীয় বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল: ডিএমপি কমিশনার


বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল: ডিএমপি কমিশনার


রহমত নিউজ     08 April, 2023     01:56 PM    


বঙ্গবাজারে বহুতল ভবন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ছিল এবং সেই বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে সেখানে আগুন লাগে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে।  

শনিবার (৮ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

ফায়ার সার্ভিসের অফিসে হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ওই ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের উদ্দেশ্য ক্ষতিয়ে দেখা হচ্ছে।  

আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে তদন্ত হচ্ছে। এ কারণে অপরাধীদের আইনের আওতায় আনতে সময় লাগছে। তারা স্বাভাবিক মোবাইল বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে না বলে তিনি জানান।  

কিশোর গ্যাং নিয়ে ডিএমপি কমিশনার বলেন, শিশু আইনের দুর্বলতার কারণে পুলিশ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে পারে না।