| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব রমযানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে কোটি মুসল্লির নামাজ আদায়


রমযানের প্রথম ১০ দিনে মসজিদে নববিতে কোটি মুসল্লির নামাজ আদায়


মুসলিম বিশ্ব ডেস্ক     06 April, 2023     10:50 PM    


পবিত্র মাহে রমযানের প্রথম রহমতের ১০ দিন রেকর্ড সংখ্যক মুসল্লি মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন। খবর সৌদি গেজেটের

মদিনা শহর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রমযানে এখন পর্যন্ত বাইরে থেকে ৬ লাখ ৭৫ হাজার ৯৮৩ জন মুসল্লি মদিনায় গেছেন। এ সময় রোজাদারদের মধ্যে প্রায় ২৩ লাখ ইফতারের প্যাকেট বিতরণ করা হয়েছে। আর জমজমের পানি বিতরণ করা হয়েছে প্রায় ১০ লাখ বোতল। আর নামাজ আদায় করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ।

এদিকে রমযানে মদিনায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে পুলিশ ও ট্রাফিক বিভাগ। ফলে রমযানের প্রথম ১০ দিনে মসজিদে নববি ও অন্যান্য পবিত্র স্থানগামী রাস্তাঘাটগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে বলে জানা গেছে।

রমযানে বিদেশ থেকে সৌদি আরবে আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা দিতে কাজ করে যাচ্ছে দেশটির হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়। মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরসহ অন্যান্য স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ করা ব্যক্তিরা যেন কোনো ধরনের বিপত্তিতে না পড়েন, সেদিকে খেয়াল রাখছে তারা।