| |
               

মূল পাতা সারাদেশ ‘বিগত কােনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি’


‘বিগত কােনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি’


রহমত নিউজ ডেস্ক     04 April, 2023     03:03 PM    


বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আগে মেয়েরা শিক্ষার ব্যাপারে আগ্রহী ছিল না। কারণ তাদের এতো সুযােগ-সুবিধা ছিল না। বর্তমানে লেখাপড়া শেষ করেই তাদের চাকরি হচ্ছে। তাদের সমান সুযোগ-সুবিধা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দেশে কােনাে শিক্ষানীতি ছিল না। বিগত কােনো সরকার দেশে একটি শিক্ষানীতি প্রণয়ন করতে পারেনি। তাদের সময় শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়নি। শেখ হাসিনা সরকার গঠন করার পর শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এ মেরুদণ্ডের উৎপত্তি হয় প্রাথমিক শিক্ষা থেকে। এটি অনুধাবন করতে পেরেছিলেন বলেই বঙ্গবন্ধু ওই সময়কার সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।

আজ (৪ এপ্রিল) মঙ্গলবার দুপুর ১২টায় নলছিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভােকট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাত আরা নাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) মহিতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল ঝালকাঠি নলছিটি