| |
               

মূল পাতা সারাদেশ সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর


সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর


রহমত নিউজ ডেস্ক     21 March, 2023     07:43 PM    


সব ধর্মের মানুষের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সব ধর্মেই শান্তি প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। এই সরকারের সময় দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছেন। তবে কোনো প্রতিক্রিয়াশীল চক্র যেন দেশের সম্প্রীতি নষ্টের চক্রান্তে লিপ্ত হতে না পারে, সে জন্য সবাইকে তৎপর হতে হবে। এটা আমাদের সাংবিধানিক অঙ্গীকারের পূর্ণ প্রতিফলন। তবে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বারবার ধর্মকে শান্তি বিনষ্টের কাজে ব্যবহারের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ (২১ মার্চ) মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে বক্তব্য দেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস; নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সংসদীয় কমিটির সদস্য রত্না আহমেদ; জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী নাটোর নাটোর সদর