| |
               

মূল পাতা আন্তর্জাতিক আমেরিকা 'বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য'


মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি

'বর্তমান অবস্থায় ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব অগ্রহণযোগ্য'


আন্তর্জাতিক ডেস্ক     20 March, 2023     02:53 PM    


রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যেকোন যুদ্ধবিরতির কঠোর বিরোধিতা করেছে ওয়াশিংটন। রিপাবলিকান দল প্রভাবিত ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি।

তিনি বলেন, বর্তমান অবস্থায় যেকোনো ধরনের শান্তির পদক্ষেপ ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য। এই মুহূর্তে যুদ্ধবিরতির অর্থই হচ্ছে ইউক্রেনের যে সমস্ত ভূমি রাশিয়া দখল করেছে তাকে অনুমোদন দেয়া।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ (সোমবার) মস্কো সফরে যাবেন বলে কথা রয়েছে। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করবেন -এমন খবর বেরিয়েছে। এ প্রসঙ্গে জন কারবি বলেন, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে যদি কোনো শান্তি প্রক্রিয়ার বিষয় বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করবে।

জন কারবি বলেন, “আমরা আগেও বলেছি এবং আজ আমরা আবারো বলব যে, পুতিন এবং জিনপিংয়ের এই বৈঠক থেকে যদি যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসে তাহলে আমরা তা গ্রহণ করব না কারণ এর অর্থ হবে রাশিয়ার বিজয়কে মেনে নেয়া।

আমেরিকার এই কর্মকর্তা বলেন, রাশিয়া ও চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়িয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও তার মিত্ররা যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে তার প্রতি এই দুই দেশ ক্ষিপ্ত। এই দুই দেশ বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করতে চায়।

-পার্সটুডে