| |
               

মূল পাতা আন্তর্জাতিক মুসলমানদের কথা শুনতে তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন


মুসলমানদের কথা শুনতে তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন


আন্তর্জাতিক ডেস্ক     09 March, 2023     09:15 PM    


পশ্চিমবঙ্গের মুসলিম-অধ্যুষিত এলাকা সাগরদিঘিতে বিধানসভার নির্বাচনে পরাজয়ে এবার মুসলিমদের ‘মনের কথা শুনতে’ চার সদস্যের কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। 

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা আসনের সাগরদিঘি বিধানসভার তিনবারের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার আকস্মিক মৃত্যুতে ওই আসন শূন্য হয়। এরপর এ আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় হেরে যান। আর জয়ী হন কংগ্রেস ও বাম দলের প্রার্থী কংগ্রেস নেতা বায়রন বিশ্বাস। 

এ পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রস। কারণ, মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ভরসা বলে মনে করা হয়। আর এই সাগরদিঘি আসনের ভোটারদের মধ্যে ৬৪ শতাংশ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। তারা এই আসনে বরাবর তৃণমূলকে ভোট দিয়ে আসছিল। তাই তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, এবার এমন কী হলো যে একধাপে তৃণমূলের ভোট এত কমে গেল?