| |
               

মূল পাতা জাতীয় সরকার টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না : রেলমন্ত্রী


টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না : রেলমন্ত্রী


রহমত নিউজ     01 March, 2023     11:54 AM    


রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলছেন, টিকিট থাকলেই ট্রেনে চড়া যাবে না।  রেজিস্ট্রেশন ছাড়া কোনো যাত্রী টিকিট পাবেন না। যার টিকিট তাকেই ভ্রমণ করতে হবে। অন্যের নামে কাটা টিকিটে ভ্রমণ করা যাবে না। করলে সেই যাত্রীকে জরিমানা দিতে হবে।

বুধবার (১ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি যাতে না হয় সেই চেষ্টা করছি ।  প্রাথমিকভাবে আন্তঃনগর এটি বাস্তবায়ন হচ্ছে। পরবর্তীতে সব লোকাল ট্রেনেও এ সেবা চালু করা হবে।

নুরুল ইসলাম বলেন, এখন থেকে টিকিট কেটে যাত্রা বাতিল করতে চাইলে অনলাইন পেমেন্ট গেটওয়ে দিয়েই টাকা ফেরত পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসেই এই সেবা পাবেন।

অনলাইনে যেকোনো জায়গা থেকে যাত্রী টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, যাত্রীদের সুযোগ-সুবিধার জন্যই এ পদ্ধতি বাস্তবায়ন করছে রেলওয়ে। প্রয়োজনে যাত্রীদের মতামত নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।