| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা চলে না: প্রধানমন্ত্রী 


ফাইল ছবি

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা চলে না: প্রধানমন্ত্রী 


রহমত নিউজ     25 February, 2023     02:39 PM    


আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কখনো বিএনপির তুলনা চলে না। ‘২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩০টা সিট পায় বিএনপি জোট। বাকিগুলো আওয়ামী লীগ জোট পায়। তাহলে এই দুই দল এক হয় কীভাবে। বিএনপি আমলে দেশে বারবার বোমা হামলা হয়। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। ওই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। ’ 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় ভাষণে তিনি এ কথা বলেন।  

শেখ হাসিনা বলেন, ‘ বিএনপি তো নিজেদের গঠনতন্ত্রও মানে না। তাদের গঠনতন্ত্রে আছে, সাজাপ্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না। খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই সাজাপ্রাপ্ত। তারা সেই দলের নেতা। সেই দলের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। ’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন। বিএনপি, জাতীয় পার্টি এরা অবৈধভাবে ক্ষমতা দখল করে। ক্ষমতা থেকে দল তৈরি করেছিল। এরা মানুষের কল্যাণ চায় না, তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলে। এদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা চলে না। ’ 

শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অপবাদ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত তারা কোনো ‍দুর্নীতির প্রমাণ পায়নি। এটা নির্মাণ করতে পেরে এই এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। ’ 

প্রধানমন্ত্রী করোনাসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে সরকাররের উন্নয়নের চিত্র ‍তুলে ধরে বলেন, ‘জাতির পিতার লক্ষ্য ছিল কোনো পরিবার ভূমিহীন থাকবে না। আমরা সেই লক্ষপূরণ করছি। ভূমিহীনদের জমি ও ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন থাকবে না।