| |
               

মূল পাতা সারাদেশ জেলা ‘আলোকিত সমাজবিনির্মাণে ইলমে নববীর বিকল্প নেই’


‘আলোকিত সমাজবিনির্মাণে ইলমে নববীর বিকল্প নেই’


রহমত নিউজ ডেস্ক     10 January, 2023     10:43 PM    


ইসলামের আলোকরশ্মি দিকে দিকে ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজবিনির্মাণে ইলমে নবভীর ব্যাপক বিস্তারের বিকল্প নেই। এ ক্ষেত্রে এতদঞ্চলের ঐতিহ্যবাহী মাশরাফিয়া মাদ্রাসা অনন্য অবদান রেখে চলেছে। দ্বীনি শিক্ষা বিকাশের এ গতিধারাকে তরান্বিত করতে মু'মিন-মুসলমানদের এগিয়ে আসা ঈমানী দায়িত্ব। 

সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত কক্সবাজারের লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদরাসার ৭৩ তম  বার্ষিক দ্বীনি মাহফিলে বক্তারা এসব কথা বলেন। মাহফিলে মাদরাসার হিফজ বিভাগ থেকে এ বছর হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হয়। আল্লাহ তা'আলার দরবারে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে বার্ষিক মাহফিল সমাপ্ত হয়। 

দরাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান মেহমান ছিলেন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস মাওলানা শেখ আহমদ। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম আল জামিয়াতুল ইসলামিয়া আল-আরাবিয়া মুজাহেরুল উলুমের মুহাদ্দিস মুফতি নুরুল্লাহ। বিশেষ বক্তা ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা কারী আব্দুল খালেক নিজামী, লিংকরোড মধ্যম মুহুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ আব্দুল হান্নান। মাহফিল সঞ্চালনা করেন তরুণ আলিম মাওলানা আমিনুল্লাহ।

 

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার সদর