| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করার পরিণতি শুভ হবে না : জমিয়ত


ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করার পরিণতি শুভ হবে না : জমিয়ত


রহমত নিউজ ডেস্ক     29 December, 2022     08:33 PM    


সরকারকে জনগণের মনের ভাষা বুঝার আহবান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ভোটাধিকার ও বাকস্বাধীনতাসহ গণমানুষের সকল মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের ইতিপূর্বেকার দাবী-দাওয়া ও প্রস্তাবনাসমুহ মেনে নিতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের জীবনের সর্বক্ষেত্রে স্বীয় ধর্ম ইসলামকে অগ্রাধিকার দিয়ে থাকেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী  মুসলিম হওয়ায় জাতীয় শিক্ষা কারিকুলামেও ‘ইসলাম শিক্ষা’ অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। অথচ আজ পাঠ্যপুস্তকে এই ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করা হয়েছে। অন্যদিকে পাঠ্যপুস্তকে ঈমানবিরোধী গল্প, রচনা ও কবিতা যুক্ত করে মুসলিম শিক্ষার্থীদের জন্মগত ঈমানী চেতনাকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আজ পরিস্কার ভাষায় বলছি: এই ভয়ংকর পরিকল্পনার পরিণতি কখনোই শুভ হবে না।

আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলস্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাওলানা মকবূল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা ছিলেন, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, জমিয়তের সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।  বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা লোকমান মাজহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আফজাল হোসাইন রহমানী, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, মাওলানা নূরুল আলম ইসহাকী, মাওলানা আখতারুজ্জামান, হাফেজ মাওলানা ওমর আলী, যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল,ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি ইখলাসুর রহমান রিয়াদ,মুফতী আনীসুর রহমান,মাওলানা সাইফুর রহমান,মাওলানা আহমদ আলী কাসেমী,মাওলানা বিনয়ামীন,মাওলানা ফখরুল ইসলামসহ বিভিন্ন থানা থেকে আগত কাউন্সিলরবৃন্দ।

কাউন্সিলে আগামী ৩ বছর মেয়াদের জন্য মুফতি মকবূল হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা লোকমান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক ও মুফতী জাবের কাসেমীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জমিয়ত ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি আগত কাউন্সিলরদের কন্ঠ ভোটে অনুমোদিত হয়।

একনজরে মজলিসে আমেলার পূর্ণাঙ্গ কমিটি

সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী। সহ সভাপতি, মাওলানা লোকমান মাযহারী, মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মুফতী হামিদ জহীরী, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা হাবীবুল্লাহ মাহমূদ কাসেমী, মাওলানা নুরুল ইসলাম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী।

সাধারণ সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী​। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আনীসুর রহমান, মাওলানা ওমর আলী, মুফতী রহমতে ইলাহী আরমান, মাওলানা তাহের সাঈদ, মাওলানা মাহফুজুর রহমান মাওলানা ফখরুদ্দীন হুসাইনী।

সাংগঠনিক সম্পাদক মাওলানা জাবের কাসেমী। সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আহমদ শফী, মাওলানা হোসাইন আহমদ মুফতী ওয়ালি উল্লাহ। অর্থ বিষয়ক সম্পাদক  মাওলানা আবু বকর সিদ্দীক। প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম। সাহিত্য সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম। প্রচার সম্পাদক মাওলানা আলী আহমদ কাসেমী। সহ-প্রচার সম্পাদক মাওলানা মুসাদ্দিক বিল্লাহ মাদানী। সমাজ সেবা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান। সেচ্ছাসেবক সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম। পাঠাগার সম্পাদক মাওলানা ইউসুফ কাসেমী। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ফজলে এলাহী শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা গোলাম মাওলা। শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ আহমদ।  আইন বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান। দফতর সম্পাদক মাওলানা আল আমীন। যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুদ্দীন ইউসুফ। ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেজওয়ানুর রহমান।

সদস্য মুফতী কামালুদ্দীন, মাওলানা আবু তাহের, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আব্দুল আযীয মাদানী, মাওলানা মিনহাজুল আরেফীন, মাওলানা আবুল বাশার কারী আজাদ হোসেন, মাওলানা শামসুল আরেফীন, মাওলানা মুহাম্মাদুল্লাহ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা আবু বকর মুহা. আদনান, মাওলানা মাসনূনুর রশিদ, মাওলানা আবু হানীফ, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা কাজী মাহমুদুল হাসান, মাওলানা সালমান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা শফীকুল ইসলাম, মাওলানা আবু সাঈদ মুহা. খালিদ, মাওলানা শাহআলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমদাদুল্লাহ।