| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল উত্তরায় দারুল আজহারের ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন


কাল উত্তরায় দারুল আজহারের ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন


রহমত নিউজ ডেস্ক     18 November, 2022     08:10 PM    


দারুল আজহার মডেল মাদরাসার রাজধানীর অভিজাত এলাকায় উত্তরা ১৩নং সেক্টরে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধনী মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল (১৮ নভেম্বর) শনিবার সকাল ৯টায় উত্তরা ১৩নং সেক্টর মাঠ সংলগ্ন ডিজিটাল ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল কুরআন মাজিদ থেকে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ ক্বারী আবদুল ওয়াদুদ, সংগীত পরিবেশনায় থাকছে, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দাবানল শিল্পীগোষ্ঠী ও আজহার শিল্পীগোষ্ঠী।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস অধ্যাপক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়াতুল মানহাল আল কাওমিয়া উত্তরার মুহতামিম ও উত্তরা মসজিদ আত্-তাক্বওয়ার খতিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারী। সভাপতিত্ব করবেন, দারুল আজহার মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান, উত্তরা সেক্টর- ১৩ কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারী ও দক্ষিণখান ক্যাম্পাসের পরিচালক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ মাদরাসা কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুফতি জহির ইবনে মুসলিম, উত্তরা সেক্টর-৫ মসজিদ আল-মাগফিরাহ’র মুফতি ওয়াহিদুল আলম,  উত্তরা গাউসুল আজম জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি জোনায়েদ কাসেমী, উত্তরা সেক্টর- ১৩ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুমতাজুল করিম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কৃষিবিদ ও শিক্ষানুরাগী ড. আতাউর রহমান, শেখ ফারুক আহমেদ, মায়া মেঘ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুহাম্মদ আসাদুজ্জামান, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ, উত্তরা দারুল আরকাম আল ইসলামিয়ার প্রধান পরিচালক মাওলানা শায়খ সানাউল্লাহ আজহারী, উত্তরা সেক্টর-৩ তাক্বওয়া জামে মসজিদের ইমাম মুফতি মুহসিনুল হাসান, দাবানল শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মাওলানা মাহমুদুল হাসান নাজমুল, উত্তরা ১১নং সেক্টর জামে মসজিদের খতিব মুফতি ওসিউর রহমান, জহুরা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আশিকুর রহমান,  শিক্ষানুরাগী ও সমাজসেবক ড. মাহবুবুর রহমান,  চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা শরীফুল ইসলাম,  দারুল আজহার মডেল মাদরাসার এরাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সের চীফ কো-অর্ডিনেটর শায়খ সালেম আজহারী, দাবানল শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা কাউসার আহমদ সোহাইল, দারুল আজহার ফাউন্ডেশনের সদস্য ইবরাহীম খন্দকার জসিম।