| |
               

মূল পাতা সারাদেশ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষ হবে না : মোকতাদির


ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষ হবে না : মোকতাদির


রহমত নিউজ ডেস্ক     11 November, 2022     06:09 PM    


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলনে কোনো ধরনের সংঘর্ষ বা বদ আওয়াজ হবে না। যাদের নিয়ে শঙ্কা ছিল সংঘর্ষ হবে তারা বলেছেন সংঘর্ষে জড়াবেন না।

আজ (১১ নভেম্বর) শুক্রবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন, জেলার সাধারণ সম্পাদক আল মামুন সরকার,  সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল।

মোকতাদির চৌধুরী বলেন, আপনারা অনেকেই শুনেছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গণ্ডগোল হতে পারে কিন্তু কোনো আওয়াজ হয়নি, আশুগঞ্জ সম্মেলনেও কোনো আওয়াজ হয়নি। নাসিরনগর উপজেলা সম্মেলনেও পুলিশ প্রশাসন বলেছিল সংঘর্ষ হতে পারে, কিন্তু কোনো প্রকার আওয়াজ হয়নি। ইনশাআল্লাহ আমাদের এখানেও কোনো বদ আওয়াজ হবে না। তবে আওয়াজ তো হবেই, জয় বাংলা বললে আওয়াজ হবে-জয় বঙ্গবন্ধু বললে আওয়াজ হবে।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক আগের পদে থাকবেন বলে আলোচনা আছে। ওই দুজনের মধ্যে নীরব দ্বন্দ্বের বিষয়টিও আলোচনায়। তবে তাদের কেউই প্রার্থী হননি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর