| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ‘পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সম্প্রদায়িক চক্রান্ত প্রতিহত করতে হবে’


‘পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সম্প্রদায়িক চক্রান্ত প্রতিহত করতে হবে’


রহমত নিউজ ডেস্ক     11 November, 2022     06:00 PM    


২০২৩ সালের জন্য প্রণিত পাঠ্যসূচি থেকে ষড়যন্ত্রমূলক ভাবে ইসলাম ধর্মীয় মূল্যবোধ ও চেতনা সমৃদ্ধ গল্প প্রবন্ধ ও কবিতা বাদ দিয়ে হিন্দুত্ববাদের উৎসাহ মুলক রচনা, ও নাস্তিকতার চেতনা সংশ্লিষ্ট প্রবন্ধ কবিতার অন্তর্ভুক্তি কোন ভাবেই মেনে নেয়া হবে না। প্রয়োজনে তীব্র আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ।

আজ (১১ নভেম্বর) শুক্রবার সকাল থেকে ইসলামী ছাত্র সমাজের ঢাকা মহানগরের বাছাইকৃত কর্মীদের দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে নেতৃবৃন্দ এসব কথা বলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র নেতা সাকিবুুল হাসান মহানগর সভাপতি মামনুন ইসলাম, সহ সভাপতি হাফেজ ইসমাইল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহীন, আবু হুরায়রা সহ ছাত্র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রচার সচিব ও ইসলামী ছাত্র সমাজের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান বলেন, বিশ্বব্যাপী প্রত্যাখাত বিতর্কিত চার্লস ডারউইনের বিবর্তনবাদ ইসলামী বিশ্বাস এর ঘোরতর পরিপন্থী অথচ এই বিবর্তনবাদ কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা কোমলমতি শিশু কিশোরদের ইসলাম বিচ্যুত করার দুরভিসন্ধিমূলক চক্রান্তের অংশ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব এহতেশামুল হক সাখী। তিনি বলেন একটি ইসলাম বিদ্বেষী কুচক্রী মহল হিন্দুত্ববাদের এজেন্ডা বাস্তবায়নের চক্রান্ত হিসেবে বারবার সিলেবাসে ইসলামী চেতন ও বিশ্বাস কে বাদ দিয়ে হিন্দুত্ববাদের উদ্দীপনা মুলক রচনা কে অন্তর্ভুক্ত করার গভীর ষড়যন্ত্র করে আসছে, এই দেশের সচেতন উলামা মশায়েখ ও তৌহিদী ছাত্র জনতা কে নিয়ে তা প্রতিহত করতে হবে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা