| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখান থেকেই লং মার্চ শুরু: ইমরান খান


যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখান থেকেই লং মার্চ শুরু: ইমরান খান


মুসলিম বিশ্ব ডেস্ক     07 November, 2022     10:23 AM    


যেখানে হামলার শিকার হয়েছিলেন সেখান থেকেই আবার লং মার্চ শুরু করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (০৬ নভেম্বর ) লাহোরের শওকত খানুম হাসপাতালে একটি সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা এ কথা জানান।

ইমরান খান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের লং মার্চ আগামী মঙ্গলবার–যেখানে আমাকে এবং আরও ১১ জনকে গুলি করা হয়েছিল, মোয়াজ্জেম শহীদ হয়েছিল সেখান থেকেই শুরু হবে।’ দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইমরান বলেন, ‘আমি এখান (লাহোর) থেকেই লং মার্চে ভাষণ দেব এবং আমাদের লং মার্চ ১০ থেকে ১৪ দিন পর অবশ্য নির্ভর করে লং মার্চ কোন গতিতে আগাচ্ছে। লং মার্চ রাওয়ালপিন্ডি পৌঁছাবে।’

এর আগে, ইমরান খান বলেছিলেন, ‘আল্লাহ আমাকে একটি নতুন জীবন দিয়েছেন এবং আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে, আমি আমার লড়াই চালিয়ে যাব। আপনারা প্রস্তুত হন। আমাকে হত্যা করার জন্য চারজন লোক রুদ্ধদ্বার বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি আমি আগেই জাতিকে জানিয়েছিলাম। সেজন্য আমি সেই চারজনের নাম উল্লেখ করে একটি ভিডিও রেকর্ড করেছি।’

ইমরান খান তাকে হত্যার প্রচেষ্টাকে ‘পরিকল্পিত প্লট’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘এ ঘটনায় দুইজন অস্ত্রধারী লং মার্চে আক্রমণের ঘটনায় জড়িত এবং তারা দুইজন দুই দিক থেকে গুলি চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না। বরং আমাকে হত্যার জন্য এটি একটি পরিকল্পিত প্লট ছিল।’