| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি দেশ বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে: জিএম কাদের


দেশ বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে: জিএম কাদের


রহমত ডেস্ক     07 November, 2022     10:59 AM    


জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের একটি কারণ। কিন্তু যুদ্ধ না হলেও হয়তো দেশে এ অর্থনৈতিক মন্দা আসত। সে ক্ষেত্রে হয়তো মন্দা আসতে আরও কিছু সময় লাগত। রবিবার (০৬ নভেম্বর) জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মানুষ মনে করছে রিজার্ভ সংকট চলছে। সংকট বাড়ছে। বৈদেশিক মুদ্রা প্রতিদিন কমছে। টাকার মূল্যমান কমে যাচ্ছে। একটি বিপর্যয়কর পরিস্থিতির দিকে দেশ যাচ্ছে।

জিএম কাদের বলেন, দেশের রিজার্ভ কমা শুরু হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার ছয়-সাত মাস আগে। যুদ্ধ শুরু হওয়ার পর রিজার্ভ কমার পরিমাণ বেড়েছে। বড় সংকট হলো বাংলাদেশ ব্যাংক নিজস্ব পদ্ধতির হিসাবে বলছে রিজার্ভের পরিমাণ ৩৫ দশমিক ৮৫ ডলার। কিন্তু আইএমএফ বলছে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

তিনি বলেন, আইএমএফের কাছে বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চেয়েছে। সেটা পাওয়া গেলেও রিজার্ভের অবস্থা সুখকর হবে না। বৈদেশিক মুদ্রার সংকট এখন বড় ধরনের সংকট।