| |
               

মূল পাতা জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশনের : আইনমন্ত্রী


নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশনের : আইনমন্ত্রী


রহমত নিউজ     01 November, 2022     05:21 PM    


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আজ (১ নভেম্বর) মঙ্গলবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস এ বিষয়ে জানতে তিনি এসব কথা বলেন। সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, হাইকমিশনারের সঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমি স্পষ্টভাবে বলেছি—দেশের সরকারপ্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যাপারে আইন করে দিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। সেখানে সরকারের যে সহযোগিতা লাগবে, সরকার সব সহযোগিতা করবে। বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে ওনারা কোনও সাজেশন দেননি।