| |
               

মূল পাতা আন্তর্জাতিক ঘুমন্ত ব্যক্তিদের ওপর উঠে গেল চলন্ত ট্রাক, চার জনের মৃত্যু


ঘুমন্ত ব্যক্তিদের ওপর উঠে গেল চলন্ত ট্রাক, চার জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক     22 September, 2022     10:21 AM    


দ্রুতগামী একটি ট্রাকে পিষ্ট হয়ে চার ঘুমন্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তিরা রোড ডিভাইডারে ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। ভারতের রাজধানী উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুজন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫১ মিনিটে ওই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি ট্রাক ডিটিসি ডিপো ট্র্যাফিক সিগন্যাল অতিক্রম করছে এবং ডিএলএফ টি-পয়েন্টের দিকে যাওয়া রোড ডিভাইডারে ঘুমন্ত লোকদের ওপর উঠে গেছে। 

ফুটেজে আরও দেখা যায়, ট্রাকটি ওই ব্যক্তিদের পিষে দেয়ার পর একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। এতে রাস্তার আলো নিভে যায়।

ডেপুটি পুলিশ কমিশনার (শাহদারা) আর সাথিয়াসুন্দরাম বলেন, চালক বেপরোয়াভাবে এবং অবহেলা করে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ জানায়, দুইজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত অবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।