| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ইসলাম নিয়ে কটূক্তি; পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডল গ্রেফতার


পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডল

ইসলাম নিয়ে কটূক্তি; পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডল গ্রেফতার


রহমত ডেস্ক     16 September, 2022     07:21 PM    


ঢাকার নবাবগঞ্জে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির দায়ে পুলিশ কনস্টেবল প্রীতম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি বাসা থেকে প্রীতম মণ্ডলকে গ্রেফতার করে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান গণমাধ্যমকে জানান, বিষয়টি আলোচিত হওয়ায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে প্রীতমকে গ্রেফতারে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম মণ্ডলকে সাময়িকভাবে বরাখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য প্রীতম নবাবগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অনেকটা উত্তপ্ত হয় সাধারণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। নবাবগঞ্জ থানায় অভিযুক্ত প্রীতম মণ্ডল ও আলোক সরকার কার্তিক নামে আরেকজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।