| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করুন'


'প্রতিহিংসার রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করুন'


রহমত ডেস্ক     09 September, 2022     07:19 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে রাষ্ট্রীয়ভাবে বিজয় করতে হবে। এবং নিজদেরেকে যোগ্র, দক্ষ ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। চলমান সঙ্কট মোকাবেলায় ইসলামের অনুশাসনের বিকল্প নেই। তিনি বলেন, ইসলামের অনুশাস রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকায় সুদ,ঘুষ, দুর্নীতি, মাদক, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। এ থেকে বাঁচতে হলে জীবনের সকলক্ষেত্রে ইসলামকে বিজয়ী করতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে।

আজ (০৯ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের দোহার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে সদস্য কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ সোলাইমান বেপারীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারী  হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক

অধ্যাপক মাহবুবুর রহমান আরও বলেন, দেশে জনগণের মৌলিক অধিকার ও নাগরিক অধিকার বলতে নেই। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার ভোটাধিকার বঞ্চিত করেছে। দেশে একটি দল আজীবন ক্ষমতায় টিকে থাকার জন্য যাইচ্ছে তাই করছে। অপরদিকে কেউ কেউ ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে। ফলে দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। তিনি সকলকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ও ইসলাম এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।