| |
               

মূল পাতা জাতীয় সরকার ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী


ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না: স্থানীয় সরকারমন্ত্রী


রহমত ডেস্ক     03 September, 2022     09:06 AM    


 স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা জোনভিত্তিক পানির দাম আলাদা করে বাড়ানো হবে। গুলশান-বনানীর অভিজাত এলাকায় পানির দাম বেশি থাকবে। নিম্ন আয়ের মানুষ বসবাসরত এলাকায় পানির দাম অপেক্ষাকৃত কম থাকবে। ঢাকা শহরে ওয়াসার পানিতে ভর্তুকি দেওয়া হবে না।’

শুক্রবার ( ২ সেপ্টেম্বর ) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে নগর সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে সিটি রিপোর্টার্স ফোরাম।

বৈশ্বিক সমস্যার কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘খাদ্যদ্রব্যের দাম বাড়ায় দেশের মানুষ কিছুটা অস্বস্তিতে আছে। ইউরোপের মানুষ যতটা খারাপ অবস্থায় গেছে, বাংলাদেশ ততটা খারাপ অবস্থায় যায়নি। তবে সংকট আছে, এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।’