| |
               

মূল পাতা আন্তর্জাতিক শ্রীলঙ্কায় ফিরলেন ‘পলাতক’ গোতাবায়া রাজাপাকসে


শ্রীলঙ্কায় ফিরলেন ‘পলাতক’ গোতাবায়া রাজাপাকসে


আন্তর্জাতিক ডেস্ক     03 September, 2022     08:21 AM    


গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়ার প্রায় দুই মাস পর শ্রীলঙ্কায় ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। 

শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজধানী কলম্বোতে অবতরণ করেন ৭৩ বছর বয়সী শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্ট। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানায়।

এদিকে এক প্রতিবেদনে বিবিসি জানায়, শ্রীলঙ্কার কয়েকজন মন্ত্রী বিমানবন্দরে গোতাবায়ার সঙ্গে দেখা করেছেন।  

শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভের জেরে গত ১৩ জুলাই সামরিক বাহিনীর সহযোগিতায় দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপাকসে। প্রথম মালদ্বীপ এবং পরদিন ১৪ জুলাই সৌদি আরবের একটি ফ্লাইটে যান সিঙ্গাপুরে। সেদেশের সরকার তাকে ১৪ দিনের স্বল্পমেয়াদি ভিসা বা ‘ভিজিট পাস’ দেয়। তবে সিঙ্গাপুরে প্রবেশের পরই দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তিনি ব্যক্তিগত সফরে গেছেন।

সিঙ্গাপুর থেকেই ১৪ জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। ১৫ জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার।