| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসলাম নারীদের সুযোগ দিয়েছে, আমরা নিষিদ্ধ করার কে: আফগান সরকার


ইসলাম নারীদের সুযোগ দিয়েছে, আমরা নিষিদ্ধ করার কে: আফগান সরকার


মুসলিম বিশ্ব ডেস্ক     02 September, 2022     12:19 PM    


ইসলাম নারীদের পড়াশুনা, কাজ এবং উদ্যোক্তা হওয়ার অনুমোদন দিয়েছে। আর এসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করছে আফগান সরকার। এমনটাই জানালেন,  আফগান সরকারের মুখপাত্র সাদেক আকিফ মুহাজির। তিনি বলেন, ইসলাম অবশ্যই নারীদের পড়াশুনা, কাজ এবং উদ্যোক্তা হওয়ার অধিকার দিয়েছে। ইসলাম এগুলোকে বৈধ করেছে, তাহলে আমরা কে এগুলোকে নিষিদ্ধ করার।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় এসব কথা বললেন মুহাজির।

তিনি আরও বলেন, এখনও অনেক মন্ত্রণালয়েই নারীরা কাজ করছেন। তবে আমরা সকল নারীর জন্য তাদের সম্মান রক্ষার মতো পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। আগে তারা যেই পরিবেশে কাজ করেছেন সেটি থাকা উচিৎ নয়। সেটা নিরাপদ নয়।

সূত্র, আল-জাজিরা।