| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে চায় পুলিশ


ইমরান খানের বাড়িতে তল্লাশি চালাতে চায় পুলিশ


মুসলিম বিশ্ব ডেস্ক     28 August, 2022     07:43 AM    


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালার বাড়িতে তল্লাশি চালাতে চায় ইসলামাবাদ পুলিশ। এ জন্য হাইকমান্ডের কাছে সার্চ ওয়ারেন্টের অনুরোধ করা হয়েছে।

ডনের খবরে বলা হয়েছে,  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যানের বাড়িতে থাকা নেতাদের একটি তালিকা তৈরি করেছে পুলিশ। গত ৮ আগস্ট এ তালিকা করা হয়। এ ছাড়া যে সাংবাদিকরা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরও তালিকা করা হয়েছে।

ইমরানের ঘনিষ্ঠ পিটিআই নেতা শাহবাজ গিলের বিরুদ্ধে করা একটি মামলার সূত্র ধরে এ সার্চ ওয়ারেন্টের আবেদন করেছে ইসলামাবাদ পুলিশ। পাকিস্তানের সংসদের লজ থেকে উদ্ধার শাহবাজ গিলের মোবাইল ও একটি আগ্নেয়াস্ত্র ফরেনসিকে পাঠানো হয়েছে। এ অপরাধ সংঘটনে ইমরান খানের বাসভবন ও সেখানে থাকা ল্যান্ডফোন সংযোগ ব্যবহার করা হয়েছিল এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তারা ডনকে বলেন, তালিকাটি প্রস্তুত করা হয়েছে জিওফেন্সিং প্রযুক্তি ও সেখানে থাকা লোকজনের কল ডেটা রেকর্ডের মাধ্যমে। ‘ষড়যন্ত্রকারী হিসেবে’ এ মামলায় তাদের আসামি করার উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে।

পুলিশের দাবি, ইমরান খানের বাসভবনের ল্যান্ডলাইনের মাধ্যমে এআরওয়াইনিউজের বিকেল ৪টার নিউজ বুলেটিনে যুক্ত হয়েছিলেন শাহবাজ গিল।