| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৮ জন হাসপাতালে


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৮ জন হাসপাতালে


রহমত ডেস্ক     17 August, 2022     06:02 PM    


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৮ জন।

বুধবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৩৮৬ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫০ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু।